রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

কুষ্টিয়া স্টেডিয়ামে হচ্ছে মাটির গ্যালারি

জাহিদুজ্জামান, কুষ্টিয়া

কুষ্টিয়া স্টেডিয়ামে হচ্ছে মাটির গ্যালারি

কুষ্টিয়ায় নির্মাণ হচ্ছে খুলনা বিভাগের সবচেয়ে বড় স্টেডিয়াম। এতে একই সঙ্গে ক্রিকেট, ফুটবল খেলার ব্যবস্থা ও প্রাকটিস গ্রাউন্ড থাকবে। চারতলা প্যাভিলিয়নসহ থাকছে আধুনিক নানা সুযোগ-সুবিধা। মাঠের এক কোনায় মাটির গ্যালারি হচ্ছে যেখানে শুয়ে-বসে খেলা দেখা যাবে। এরই মধ্যে তিনতলা উচ্চতার গ্যালারি দৃশ্যমান হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক শেখ কামালের নামে নামকরণ হয়েছে স্টেডিয়ামটির। ১৯৬৮ সালে স্থাপিত স্টেডিয়ামের পুরাতন স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে। গত বছরের ১৩ জানুয়ারি ৪৪ কোটি টাকা ব্যয়ে নতুন স্টেডিয়ামের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এস এম কাদেরী সবু বলেন, ডিসেম্বরের মধ্যে কাজ শেষে মাঠ হস্তান্তর করার কথা। তিনি জানান, এমনভাবে গ্রাউন্ডের ডিজাইন করা হয়েছে ক্রিকেটের পিচ বাদ রেখে পূর্বদিকে ফুটবল গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা যাবে। মাঠে নেট প্রাকটিসের ব্যবস্থা থাকবে। বাইরে থাকবে প্রাকটিস গ্রাউন্ড। গ্যালারির বাইরে হচ্ছে আধুনিক ডরমেটরি। ক্রীড়াক্ষেত্রে এগিয়ে থাকা কুষ্টিয়া এ স্টেডিয়ামের মাধ্যমে আরও এগিয়ে যাবে, মনে করেন এর স্বপ্নদ্রষ্টা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব-উল আলম হানিফ। জেলা প্রশাসনের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে নির্মাণ কাজে। প্রতিনিয়ত কাজ পরিদর্শনও করছেন তারা।

 

সর্বশেষ খবর