রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

দুর্গোৎসবে মেতেছে পাহাড়

রাঙামাটি প্রতিনিধি

ঢাকে পড়েছে কাঠি। বেজে উঠেছে শঙ্খ। ছন্দে ছন্দে মেতে উঠেছে উলুধ্বনি। শিউলি ফুলের সুভাস। ধূপ আর আগরবাতির আরতিতে বিমহিত দেবী দুর্গা। একই সঙ্গে চলছে চণ্ডিপাঠ। আর দেবীর বোধন। লাল পাড় আর সাদা শাড়িতে মণ্ডপে মণ্ডপে আনন্দ উল্লাসে মেতে উঠেছে সনাতন ধর্মাবলম্বীর কিশোরীরা। এমনই চিত্র দেখা মিলছে রাঙামাটির দুর্গাপূজা মণ্ডপে। গতকাল ছিল মহা সপ্তমী। রাঙামাটি দুর্গোৎসবের বারতি সৌন্দর্য্য যোগ করেছে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মধ্যে সনাতন ধর্মাবলম্বী ত্রিপুরা পল্লীতে।

সর্বশেষ খবর