সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

স্বাস্থ্য কমপ্লেক্সে তালাবন্ধ এক্স-রে মেশিন

বাগেরহাট প্রতিনিধি

শরণখোলায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে কক্ষে দুই মাস ধরে তালা ঝুলছে। মেডিকেল টেকনোলজিস্ট ইকবাল মোর্শেদ বদলি হয়ে এক্স-রে কক্ষে তালা লাগিয়ে চাবি নিয়ে চলে গেছেন। এরপর থেকে এখানে অতি জরুরি এ পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার দেড় লক্ষাধিক মানুষ। শরণখোলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস জানান, ২০ আগস্ট মেডিকেল টেকনোলজিস্ট ইকবালকে বদলি করা হয়। ওই দিন এক্স-রে মেশিন ও মালামাল কোনো কিছু বুঝিয়ে না দিয়ে কক্ষে তালা লাগিয়ে তিনি চলে যান। এরপর থেকে এক্স-রে কক্ষ বন্ধ।

তার স্থলে চন্দন দাস নামে একজন কার্ডিওগ্রাফার যোগদান কললেও এক্স-রে কক্ষ বন্ধ থাকায় কাজ করতে পারছেন না তিনি। প্রায় দুই মাস বন্ধ থাকায় নষ্ট হওয়ার উপক্রম হয়েছে কোটি টাকা মূল্যের অত্যাধুনিক এই মেশিনটি। ইকবাল মোর্শেদকে বার বার ফোন করলে তিনি আজ আসি কাল আসি করে কালক্ষেপণ করছেন। সাধারণ রোগীর ভোগান্তি হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে জানতে ইকবাল মোর্শেদের মুঠোফোনে বার বার কল করা হলেও তিনি রিসিভ করেননি। শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন খোকন এবং এম ওয়াদুদ আকন বলেন, এাক্স-রে মেশিনটি দীর্ঘদিন বন্ধ থাকায় রোগীর ভোগান্তির পাশাপাশি সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। মেশিনটি দ্রুত চালু করার দাবি জানান তারা।

সর্বশেষ খবর