সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

শেখ রাসেল ছিল শিশুদের অনুপ্রেরণা : শহীদ উল্লা

গোপালগঞ্জ প্রতিনিধি

শেখ রাসেল ছিল শিশুদের অনুপ্রেরণা : শহীদ উল্লা

শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন শহীদ উল্লা খন্দকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার বলেন, শেখ মুজিবুর রহমান যখন কারাগারে ছিলেন তখন বঙ্গমাতার সঙ্গে শেখ রাসেল দেখতে যেতেন। পিতাকে শেখ রাসেল তখন বাড়িতে নিয়ে আসতে চাইতেন। তখন বঙ্গবন্ধু রাসেলকে বলতেন ‘আমি আমার বাড়িতে আছি, তুমি তোমার মায়ের বাড়িতে যাও’। শেখ রাসেল ছিল শিশুদের অনুপ্রেরণা। কোটালীপাড়ার বাপার্ড হলরুমে গতকাল ডুসাক আয়োজিত শেখ রাসেল অলিম্পিয়াড ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন তিনি। সভাপতিত্ব করেন ডুসাক সভাপতি পবিত্র পাল। পরে তিনি ১৪৬ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও ৪২০ মন্দিরে প্রধানমন্ত্রী প্রেরিত অনুদানের অর্থ তুলে দেন।

সর্বশেষ খবর