সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ বিতরণ

মাদারীপুর প্রতিনিধি

‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের অর্থায়নে গতকাল দুপুরে মাদারীপুরে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ ও পথশিশুদের খাবার দেওয়া হয়েছে। শিক্ষা উপকরণের মধ্যে ছিল খাতা-কলম, পেনসিল ইত্যাদি। পরে ওই শহরের একটি রেস্টুরেন্টে পথশিশুদের সঙ্গে দুপুরের খাবার খাওয়ানো হয়। বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উপস্থিত ছিলেন শুভসংঘের মাদারীপুর জেলা কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।

জানা গেছে, বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এবং বসুন্ধরা গ্রুপের অর্থায়নে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের অশ্রয়ণ প্রকল্প এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করা হয়। সেখানে দুই শতাধিক শিক্ষার্থী পাঠদান করছে। এই স্কুলের অধিকাংশ শিক্ষার্থীর পরিবারই নিম্ন আয়ের। এসব শিক্ষার্থী আগে কোনো স্কুলে লেখাপড়া করত না। বসুন্ধরা শুভসংঘের এসব শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠদান করানো হয়। এতে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান জানান, ‘শুভসংঘ’ স্কুলের শিক্ষার্থীরা যত দূর পড়তে চায়, তত দূর পর্যন্ত তাদের বৃত্তি দেওয়া হবে। অভাবে পড়ে কোনো শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে কারণে এই উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় বসুন্ধরা গ্রুপ।

সর্বশেষ খবর