সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

কালীগঞ্জে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

গাজীপুর প্রতিনিধি

ঢাকা-টঙ্গী-চট্টগ্রাম রেলওয়ে সড়কের গাজীপুরের কালীগঞ্জে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে কালীগঞ্জ পৌর এলাকার বালিগাঁও (মোড়লবাড়ী) এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। ওই রেলওয়ে সড়কে আংশিক বাধাগ্রস্ত হলেও ডাবল লাইন থাকায় একটি রেল দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আড়িখোলার রেলস্টেশনের স্টেশন মাস্টার দিলীপ চন্দ্র দাস জানান, চট্টগ্রাম থেকে ট্রেন ঢাকার কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসে। বেলা ১১টার দিকে ট্রেনের ব্রেক ভিম ভেঙে কালীগঞ্জের বালিগাঁও  এলাকায় লাইনচ্যুত হয়। পরে কমলাপুর থেকে রিলিফ ট্রেন এসে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে উদ্ধারকাজ শুরু করে। সন্ধ্যা ৬টার দিকে বগিটির উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়। তিনি আরও জানান, ঢাকার উদ্দেশ্যে ৩২টি বগি নিয়ে ট্রেনটি রওনা হয়। পরে ২৪টি বগিকে নিয়ে ইঞ্জিন ঢাকার উদ্দেশ্যে চলে গেছে।

সর্বশেষ খবর