মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

চুরি রোধে চল্লিশ তালা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের কর্নেল মালেক সড়কের পাশের দোকানগুলোয় নিরাপত্তায় ব্যবহার করা হচ্ছে দশ থেকে চল্লিশটি তালা। এতো তালা ব্যবহারের পরেও অনেকে নিরাপদ মনে করছেন না। কেউ কেউ সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন। তাছাড়া নৈশপ্রহরী তো আছেই। ব্যবসায়ী কাজী নজরুল ইসলাম বলেন, কেচিগেট কেটে মালামাল চুরির পর দোকানে চল্লিশটি তালা লাগানোর ব্যবস্থা করা হয়েছে। যার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা। তাছাড়া সিসি ক্যামেরা ও গার্ড রয়েছে। এখন আর চুরি হয় না, নিশ্চিন্তে ঘুমাতে পারি। দোকানে চুরিরোধে অন্য ব্যবসায়ীরাও দশ থেকে বিশটি পর্যন্ত তালা ব্যবহার করেন। সরেজমিন দেখা যায়, এই সড়কের পাশের বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠানে অতিরিক্ত তালা ব্যবহার করা হয়েছে। অন্য কোথাও দোকানে এত তালার ব্যবহার দেখা যায় না।

সর্বশেষ খবর