মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

পর্যটকদের সেন্টমার্টিন ছাড়ার নির্দেশ

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে কক্সবাজার সমুদ্র উপকূলকে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত জারি করেছে আবহাওয়া অফিস। গতকাল রাতের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে কক্সবাজারসহ দেশের উপকূলের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এদিকে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত জারি হওয়ায় সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে যাওয়া সব পর্যটককে গতকাল বিকালের মধ্যে দ্বীপ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন জানান, সেন্টমার্টিন দ্বীপের চেয়ারম্যান ও পুলিশ বিভাগকে মাইকিং করতে বলা হয়েছে যাতে দ্বীপে কোনো পর্যটক অবস্থান না করে। আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে।কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কক্সবাজার সমুদ্রসৈকতে আসা পর্যটকদের সতর্কতার সঙ্গে গোসল করতে বলা হয়েছে। পাশাপাশি গভীর পানিতে নামতে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছে।

গভীর সাগরে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি বাংলাদেশের সমুদ্রবন্দর ও উপকূলের ৯০০ থেকে ১০০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। নিম্নচাপের কেন্দ্রের ৪০ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। নিম্নচাপ কেন্দ্রে সাগর উত্তাল রয়েছে।

সর্বশেষ খবর