মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ব্রিজের পাটাতন ভেঙে বন্ধ যান চলাচল

কুড়িগ্রাম প্রতিনিধি

ব্রিজের পাটাতন ভেঙে বন্ধ যান চলাচল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অনেক বছরের পুরনো সোনাহাট ব্রিজের পাটাতন ভেঙে গেছে। গতকাল সোনাহাট ব্রিজটির স্টিলের পাটাতন ভেঙে যায়। এরপর ব্রিজের ওপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন উপজেলার সোনাহাট স্থলবন্দরের ব?্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানান, ১৮৮৭ সালে লালমনিরহাট থেকে ভারতের গৌহাটি পর্যন্ত রেললাইন স্থাপন করা হয়। তারই অংশ হিসেবে ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের ওপর নির্মিত হয় ১২০০ ফুট দীর্ঘ সোনাহাট ব্রিজ। স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের প্রবেশ বন্ধ করতে ব্রিজের একদিকে ভেঙে দেওয়া হয়। পরে ব্রিজটি মেরামত করে ভূরুঙ্গামারী  দক্ষিণের তিন ইউনিয়ন ও কচাকাটা ও মাদারগঞ্জের সঙ্গে সড়ক যোগাযোগ চালু করা হয়। সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, সড়ক বিভাগ এ ব্রিজটি মেরামত করে থাকে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ব্রিজটি দিয়ে ওভার লোডের ট্রাক যাতায়াতের কারণে পাটাতন ভেঙে যায়। দ্রুত মেরামত করা হচ্ছে।

 

 

সর্বশেষ খবর