মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

জেলেদের হামলায় নৌ-পুলিশের ওসিসহ আহত ১৫, আটক ৮৯

চাঁদপুর প্রতিনিধি

জেলেদের হামলায় নৌ-পুলিশের ওসিসহ আহত ১৫, আটক ৮৯

চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানের সময় জেলেদের হামলায় ওসিসহ নৌ-পুলিশের অন্তত ১৫ সদস্য আহত হয়েছেন। গতকাল সকালে পদ্মা-মেঘনার রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীর চর, কাঁচিকাটা চরসহ বিভিন্ন স্থানে অভিযানের সময় এ হামলার শিকার হন তারা।

আহতের মধ্যে চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, নৌ-পুলিশের ওসি কামরুজ্জামান, পুলিশ সদস্য বাবুলকান্তি দে, আবুল বাসার, জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম ও অনিলের নাম জানা গেছে। আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতাল ও মতলব উত্তরের মোহনপুরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে নৌ-পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮৯ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ৩৩টি নৌকা, ৩ কোটি ১ লাখ ৫৯ হাজার ৮৬০ মিটার জাল ও ৪৬৭ কেজি ইলিশ। এসব ঘটনায় চারটি ভ্রাম্যমাণ আদালতে আটটি মামলা হয়েছে। আটক ৪৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং তিনজনকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকিদের নিয়মিত মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়। নৌ-পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কামরুজ্জামান জানান, জড়িতদের ধরতে যৌথ অভিযান চালানো হচ্ছে।

সর্বশেষ খবর