বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

পূজার ছুটির ফাঁকে বাড়ল চালের দাম

কুষ্টিয়া প্রতিনিধি

এবার পূজার ছুটির মধ্যেই কেজিতে দুই টাকা বাড়ানো হলো চালের দাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে এতে আরও এক ধাক্কা খাচ্ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। উঠছে নাভিশ্বাস। কোনো মনিটরিং না থাকায় যে যেমন খুশি নিচ্ছেন চালের দাম। কুষ্টিয়ায় খুচরা বাজারে পাশাপাশি দোকানে একই চাল দুই টাকা কম-বেশি দরে বিক্রি হচ্ছে। মিনিকেট চাল কেউ বিক্রি করছেন কেউ আবার ৬৪ টাকা কেজি দরে। তবে মিল মালিকরা বলছেন তারা এখনো বাড়াননি চালের দাম। আর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন- পূজার ছুটির পরে বাজার নিয়ন্ত্রণে মাঠে নামবেন তারা। দেশে সরু চালের সবচেয়ে বড় মোকাম কুষ্টিয়ার খাজানগর। এখানে ৫৫টি বৃহদাকার অটোমেটিক চালকল আছে। আছে আরও ৪০০টির মতো হাসকিং মিল। কথিত আছে এখান থেকে যেমন সারা দেশের সরুচালের চাহিদার সিংহভাগ মেটানো হয়, তেমনি বাজার দরও নিয়ন্ত্রণ হয়। এখানকার ব্যবসায়ীদের ইশারায় বেড়ে যায় চালের দাম। তিন মাস ধরে স্থিতিশীল ছিল কুষ্টিয়ার চালের বাজার। সবচেয়ে বেশি বিক্রি হওয়া মিনিকেট চাল খুচরা পর্যায়ে কেজিপ্রতি দর ছিল ৬০-৬২ টাকার মধ্যে। কিন্তু ২২ তারিখ দুপুর থেকে হঠাৎ কিছু দোকানি চালের দাম কেজিপ্রতি দুই টাকা বাড়িয়ে দেন। এ বর্ধিত দামে এখনো বিক্রি হচ্ছে চাল। কুষ্টিয়ার পৌর বাজারে গিয়ে খন্দকার স্টোরের মূল্য তালিকার বোর্ডে দেখা যায় মিনিকেট কেনা পড়েছে ৬২ টাকা খুচরা বিক্রি করা হচ্ছে ৬৪ টাকা কেজি দরে। পাশের দোকানে মা স্টোরের চেয়ে এক টাকা কম দামে বিক্রি হচ্ছে।

সর্বশেষ খবর