বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
জাতীয় পরিচয়পত্রে গরমিল

বাবার চেয়ে বেশি বয়স মেয়ের

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

সাত সন্তানের জনক আবদুল জলিল। বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নিজধারা গ্রামে। জাতীয় পরিচয়পত্র অনুসারে তার বর্তমান বয়স ৪৫ বছর। জন্ম তারিখ দেখানো হয়েছে ১৯৭৭ সালের ২ এপ্রিল। তার মেয়ে মলোদা খাতুনের জন্মসাল ১৯৭২ সালের ফেব্রুয়ারি। এ হিসাবে দেখা যায় বাবার পাঁচ বছর আগে মেয়ের জন্ম হয়েছে। বয়সের এমন অসংগতি ধরা পড়েছে জাতীয় পরিচয়পত্রে।

এখানেই শেষ নয়, জাতীয় পরিচপত্রে জলিলের আপন ছোট বোনের বয়স জন্মসাল ১৯৫৪, ছোট ভাই হালিমের ১৯৩৫ ও স্ত্রী তহুরা খাতুনের ১৯৫৫ সাল। বয়সের এমন হেরফেরের কারণে বিপাকে পড়েছেন জলিল। সংশোধন করতে গিয়ে পড়েছেন বিড়ম্বনায়। নানা কাগজপত্র জমা দেওয়ার বেড়াজালে বয়সটাই সংশোধন হয়নি। করতে পারছেন না সামাজিক নিরাপত্তার বেষ্টনীর আওতায় কোনো ভাতার কার্ড। ইউএনও মাহমুদা হাসান বলেন, ভুক্তভোগীর আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর