বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

রামুর গহিন পাহাড়ে বাচ্চা হাতির লাশ

কক্সবাজার প্রতিনিধি

রামুর গহিন পাহাড়ে বাচ্চা হাতির লাশ

হাতিটি মাটিতে পুঁতে ফেলা হয় -বাংলাদেশ প্রতিদিন

কক্সবাজারের রামুর গহিন পাহাড়ে একটি বাচ্চা হাতির লাশ পাওয়া গেছে। গতকাল সকালে রামুর পানেরছড়ার হোয়ারিয়া ঘোনার পাহাড়ে হাতির লাশটি দেখতে পান স্থানীয়রা। মৃত্যুর কারণ হিসেবে বন বিভাগের পক্ষে নিশ্চিত কিছু জানাতে না পারলেও বৈদ্যুতিক তারে জড়িয়ে হাতিটিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ও পরিবেশবাদীরা। কক্সবাজার দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা সরওয়ার আলম জানান, হাতিটির বয়স ৭-৮ বছর।প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে এটি মারা যেতে পারে। আবার অনেকেই বলছেন, বৈদ্যুতিক তারে এটিকে হত্যা করা হয়েছে। তবে তার লক্ষণ পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা ঢাকায় পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। দুপুরের পর হাতিটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে। পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপলসের প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, স্থানীয়রা বলছেন রাতে বৈদ্যুতিক তারে জড়িয়ে হাতিটি হত্যা করা হয়েছে। এটি এশিয়ান প্রজাতির হাতি।

সর্বশেষ খবর