বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

প্রতিবন্ধীদের অর্থ আত্মসাতের সত্যতা পেয়েছে কমিটি

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকৃত প্রতিবন্ধীদের বাদ দিয়ে ভুয়া নাম ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে গঠিত কমিটি ঘটনার সত্যতা পেয়েছে বলে জানা গেছে। ঘটনাটি কিশোরগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের। ভুয়া হিসেবে ৬৮ জন শনাক্ত হলেও টাকা উত্তোলন করা হয়েছে ৪৮ জনের। ঘটনা প্রকাশ পেলে বাকি ২০ জনের টাকা উত্তোলনের আগেই আটকে দেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক। অভিযোগে জানা গেছে, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আল আমিন সুস্থ ৬৮ জনকে প্রতিবন্ধী সাজিয়ে এবং বিভিন্ন ইউনিয়নে তাদের বর্তমান ঠিকানা দেখিয়ে এমআইএস তালিকাভুক্ত করে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন। ইতোমধ্যে ওই ৬৮ জনের মধ্যে ৪৮ জনের ভাতা উত্তোলন দেখানো হয়েছে। তবে বাস্তবে তাদের ৫০০ টাকা করে দিয়ে বাকি ৯ হাজার ৭০০ টাকা করে ৪ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা আল আমিন আত্মসাৎ করেছেন।

বিষয়টি নজরে এলে জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক কামরুজ্জামান খান তদন্ত কমিটি গঠন করেন। এতে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শহীদুল্লাহকে প্রধান করা হয়। তদন্ত কমিটির প্রধান শহীদুল্লাহ প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছেন স্বীকার করে জানান, প্রতিবেদন দাখিল করতে আরও এক সপ্তাহ সময় লাগবে। জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক কামরুজ্জামান খান জানান, তারা এখনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। আরও কিছুদিন সময় নিয়েছেন তারা। অভিযুক্ত সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিনকে আত্মসাতের টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর