বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

অপহরণের দেড় মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমারে অষ্টম শ্রেণির এক ছাত্রী অপহরণের দেড় মাস পরও খোঁজ মেলেনি। অপহরণকারীরাও রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

মামলা সূত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর সকালে চিলাহাটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে যাওয়ার পথে অভিযুক্ত আসিফ ইসলাম (১৯) ও তার আরও ছয় সহযোগী জোরপূর্বক অটোরিকশাযোগে ওই ছাত্রীকে অপহরণ করে। অনেক খোঁজাখুঁজির পরেও কোনো সন্ধান পাওয়া না যাওয়ায় ৫ সেপ্টেম্বর তার বাবা মো. লালু মিয়া ডোমার থানায় অভিযোগ করেন। থানা সূত্রে জানা যায়, ওই অভিযোগটি ১৬ সেপ্টেম্বর নিয়মিত মামলা হয়। স্কুলছাত্রীর বাবা বলেন, আমার মেয়ে এবং অভিযুক্ত আসামিদের বের করতে পারেনি পুলিশ। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও ডোমার থানার ইন্সপেক্টর মো. মশিউর রহমান জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মেয়েটিকে উদ্ধারে পুলিশের চেষ্টা

অব্যাহত রয়েছে। ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান মো. রেয়াজুল ইসলাম কালু বলেন, দুই পক্ষের সঙ্গে সমঝোতায় বসার পর দিন থেকে ছেলে ও তার পরিবারের সবার ফোন বন্ধ। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, এ ঘটনায় ডোমার থানায় একটি মামলা রুজু হয়েছে। যা তদন্তাধীন।

 

সর্বশেষ খবর