বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

মন্ডপে মন্ডপে সিঁদুর খেলা

দিনাজপুর প্রতিনিধি

দুর্গোৎসবের শেষ দিনে গতকাল সকালে দিনাজপুরে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। এ দিন দেবী দুর্গা মাকে হাসি-মুখে বিদায় জানানোর চেষ্টায় সিঁদুর খেলায় মেতে উঠেন সনাতন ধর্মবলম্বীরা। অবিরাম ঢাকের বাদ্য-বাজনা, শঙ্খ, কাঁসর আর উলুধ্বনির মধ্য দিয়ে বিভিন্ন দুর্গা মন্ডপগুলোতে জগতের মঙ্গল কামনায় একে অপরকে সিঁদুর পরায় সনাতন ধর্মাবলম্বীরা।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে সর্বাত্মক ব্যবস্থা নেয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্চু।

সর্বশেষ খবর