বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ছোট যমুনায় নৌ শোভাযাত্রা

নওগাঁ প্রতিনিধি

ছোট যমুনায় নৌ শোভাযাত্রা

নওগাঁয় ছোট যমুনা নদীতে নৌ শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। গতকাল বিকালে এ উৎসবে পাঁচ শতাধিক নৌকা অংশ নেয়। নওগাঁ শহরের মাঝ দিয়ে যাওয়া ছোট যমুনা নদীর বিজিবি ব্রিজ থেকে পালপাড়া ব্রিজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশজুড়ে এ নৌ শোভাযাত্রার আয়োজন করা হয়। এ শোভাযাত্রায় নওগাঁ পৌরসভা, সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদিঘী উপজেলার বিভিন্ন এলাকার মন্ডপ থেকে আসা প্রতিমাবাহী নৌকা ছাড়াও ব্যক্তিগত, পারিবারিক এবং বিভিন্ন সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নৌকা এই শোভাযাত্রায় অংশ নেয়। বিকাল ৩টার পর থেকে নদীর বুকে ছুটে চলা নৌকায় ঢাকের শব্দ এবং মাইকের গানের আওয়াজে মুখরিত হয়ে ওঠে এ এলাকা। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে সব ধর্মের মানুষ এ দৃশ্য উপভোগ করেন। সন্ধ্যায় ছোট যুমনা নদীর দহের ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর