বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

আমন খেতে গোড়া পচা রোগ

জমির বেগ, ফেনী

আমন খেতে গোড়া পচা রোগ

ফেনীর পরশুরামে আমন ধান খেতে খোল পচা বা গোড়া পচা রোগ দেখা দিয়েছে। এতে শুকিয়ে যাচ্ছে ধান গাছ। কৃষকরা ধান খেতে বিভিন্ন কীটনাশক ছিটালেও তাতে কোনো উপকার পাচ্ছে না বলে জানান। এতে উপজেলার পৌর এলাকা, চিথলিয়া, মির্জানগর, বক্সমাহমুদ এলাকার হাজার হাজার কৃষক দিশাহারা হয়ে পড়েছেন।

মির্জাগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের কৃষক আবুল খায়ের, সত্যনগর গ্রামের কৃষক আবদুল খালেকসহ কয়েকজন কৃষক জানান, তাদের অর্ধেকের মতো ধান খেতে গোড়া পচা রোগে গাছ শুকিয়ে গেছে। প্রথমে দু-একটি ধানের গোড়ায় পচন দেখা দেয়। পরে অন্য জমিতে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। পরশুরাম উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় ৫ হাজার ৮৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমন ধান আবাদ করা হয়েছে। চলতি মৌসুমে সবকিছু অনুকূলে থাকলে উপজেলায় ১৮ হাজার ৮৭০ টন ধান উৎপাদন হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা দেবাঞ্জন বণিক বলছেন, জমিতে স্যাঁতসেঁতে এবং অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করার কারণে আমন ধানের খেতে এ রোগ দেখা দিয়েছে। যাদের খেতে খোল পচা বা গোড়া পচা রোগ দেখা দিয়েছে তাদের কীটনাশক ব্যবহার করতে বলা হয়েছে। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা পিন্টু কুমার দাস বলেন, পরশুরামে প্রায় ১০ ভাগ জমিতে আমন খেতে খোল পচা বা গোড়া পচা রোগ দেখা দিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, উপজেলার বিভিন্ন স্থানে কৃষকদের সচেতন করা হচ্ছে। ইউরিয়া সার কম দেওয়ার জন্য নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর