বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

পাঁচ মাসেই ধসে পড়ল সেতুর দুই পাশের ব্লক

দিনাজপুর প্রতিনিধি

পাঁচ মাসেই ধসে পড়ল সেতুর দুই পাশের ব্লক

দিনাজপুরের ঘোড়াঘাটের কামানডুবা ঘাটে নির্মিত সেতুটির দুই পাশের অ্যাপ্রোচ সড়কে নির্মাণের পাঁচ মাসের মধ্যেই ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া ধসে পড়ছে সেতুটির দুই পাশের ব্লক। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে দুই পাশের হ্যারিং বন্ড রাস্তা। স্থানীয়রা জানান, সেতুর গাইড ওয়াল নির্মাণের কাজ, কোনো ধরনের ভিত্তি না বসিয়ে আলগা মাটিতে ওয়াল নির্মাণ, সেতুর নিচ থেকে মাটি খনন, সেতুর দুই ধার ও রাস্তা নির্মাণে মাটি দাবানোর জন্য সঠিকভাবে রোলার ব্যবহার না করায় বর্ষা মৌসুমে আলগা মাটি দেবে গিয়ে ধসে পড়ছে একাধিক ব্লক। ঘোড়াঘাট উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজস কর্মসূচির আওতায় বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ৭২ মিটার দৈর্ঘ্যরে আরসিসি গার্ডার সেতুটি নির্মাণ করেছে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ৪ কোটি ৪১ লাখ ৫৬ হাজার ৩৩৯ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শেষ হয় ২০২৩ সালের জুন মাসে। উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম জানান, বিষয়টি ঊর্ধŸতন কর্তৃপক্ষসহ ঠিকাদারি প্রতিষ্ঠানকে অবগত করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান আজ কালের মধ্যেই ক্ষতিগ্রস্ত অংশ ঠিক করার জন্য শুরু করবে বলেও জানান তিনি।

 

 

সর্বশেষ খবর