শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

মধুমতী নদীতে নৌকাবাইচ

মাগুরা প্রতিনিধি

মধুমতী নদীতে নৌকাবাইচ

মাগুরার মহম্মদপুরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। উপজেলার ঝামা বাজার সংলগ্ন মধুমতী নদীতে বুধবার বিকালে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নৌকাবাইচ দেখতে মানুষের ঢল নামে নদীর দুই পাড়ে। এ উপলক্ষে দুই দিন আগে থেকেই ঝামাবাজার এলাকায় বসে গ্রামীণ মেলা। মেলা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বেবী নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নৌকাবাইচ প্রতিযোগিতা উদ্বোধন করেন মাগুরা-২ আসনের এমপি ড. বীরেন শিকদার। বিভিন্ন জেলার ছয়টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। মহম্মদপুর উপজেলার আতর আলীর নৌকা প্রথম স্থান লাভ করে। এ ছাড়া নড়াইলের কামরুল মিয়ার নৌকা দ্বিতীয় ও মহম্মদপুরের আতিয়ার মোল্লার নৌকা তৃতীয় হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর