শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

গৃহবধূ হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে গৃহবধূ আয়েশা আক্তার হত্যা মামলায় একই পরিবারের পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২-এর বিচারক জাহিদুল হক গতকাল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলো- আয়েশার স্বামী রাসেল মিয়া (২৫), রাসেলের মা তাহেরা খাতুন (৬০), তার দুই বোন হুসনা আক্তার (২৮), রুজি বেগম (৩৫) ও ভাই কাউছার মিয়া (৩৭)। মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর ১ লাখ টাকার জন্য অন্তঃসত্ত্বা গৃহবধূ আয়েশা আক্তারকে বেধড়ক মারধর করে স্বামী রাসেলসহ পরিবারের সদস্যরা। একপর্যায়ে মারা যান তিনি। পর দিন রাসেলকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা আবদুস সাত্তার।

সর্বশেষ খবর