শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

নৌকা ডুবে নারীর মৃত্যু, নিখোঁজ ২

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলার শঙ্খ নদীতে নৌকা ডুবির প্রায় ১৭ ঘণ্টা পর এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। থানচি ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপজেলার তিন্দু ইউনিয়নের বড় পাথর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লংরে খুমি (২১) নামে ওই নারীর লাশ গতকাল উদ্ধার করেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন দুজন। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল মনসুর জানান, নিখোঁজ অন্য দুজনের সন্ধানে তল্লাশি চলছে। উল্লেখ্য, বুধবার বিকালে উপজেলার রেমাক্রি বাজার থেকে ছোট মোদক অংলাই খুমি পাড়ায় ফেরার পথে সন্ধ্যা ৬টার দিকে প্রবল স্রোতে ইঞ্জিনচালিত একটি নৌকা পাথরে ধাক্কা খেয়ে ডুবে যায়। এ সময় ছয়জন আরোহী সাঁতরে তীরে উঠতে পারলেও লংরে খুমি, লংবে খুমি ও ছাই খুমি নিখোঁজ হন। তারা অংলাই খুমি পাড়ার বাসিন্দা।

সর্বশেষ খবর