শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

চার মাস পর মিলল চালকের লাশ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে নিখোঁজের চার মাস পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আশরাফুল ইসলাম (২০) নামে এক অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে র‌্যাব। তিনি সদর উপজেলার চর খাটামরি এলাকার ইয়াকুব আলীর ছেলে। গতকাল জেলার কুলাঘাট ধাইরখাতা থেকে তার লাশ উদ্ধার করা হয়। র‌্যাব ও পুলিশ জানায়, চলতি বছরের ২৫ জুন অটোসহ নিখোঁজ হন আশরাফুল। তার পরিবার সদর থানায় অভিযোগ দিলে তদন্ত শুরু হয়। তিন মাস র‌্যাব ও লালমনিরহাট সদর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির ব্যবহার করে আশরাফুলের অটো ছিনতাই ও শ্বাসরোধ করে হত্যার রহস্য উদঘাটন করে। এ ঘটনায় মনির হোসেন নামে একজনকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। মনির র‌্যাবের জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী র‌্যাব আশরাফুলের লাশ উদ্ধার করে। র‌্যাব-১৩-এর অধিনায়ক আরাফাত ইসলাম বলেন, মনিরের সহযোগীকে গ্রেফতারে চেষ্টা চলছে।

সর্বশেষ খবর