শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

পিটিয়ে হত্যা বৃদ্ধকে

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে গতকাল কোবাদ আলী (৬০) নামে এক বৃদ্ধ ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করেছে পুলিশ।

পৌর শহরের পূর্বপাড়া মহল্লায় গতকাল এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিরামপুরে পূর্বপাড়া মহল্লায় বাড়ির জমির সীমানা নিয়ে কোবাদ আলীর সঙ্গে তার তিন খালা অমেলা, সৈরব ও জাহেরা এবং তাদের ছেলেমেয়েদের বিরোধ চলছে। স্থানীয়রা একাধিকবার চেষ্টা করলেও বিরোধ মেটেনি। ঘটনার সময় নির্মাণাধীন বাড়ি নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে খালা, খালাতো ভাইবোন ও তাদের ছেলেমেয়েরা কোবাদ আলী, তার স্ত্রী ও ছেলেমেয়েকে মারধর করে। এতে গুরুতর আহত কোবাদ আলীকে প্রতিবেশীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর