শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ধূপ জ্বালাতে গিয়ে পুড়ল ছয় ঘর ও গরু

গাইবান্ধা প্রতিনিধি

ধূপ জ্বালাতে গিয়ে পুড়ল ছয় ঘর ও গরু

গাইবান্ধায় পূজার ঘরে ধূপ জ্বালাতে গিয়ে আগুন লেগে ছয়টি ঘর ও গরু পুড়ে গেছে। সদর উপজেলার গিদারি হিন্দুপাড়ায় বুধবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় নির্মল চন্দ্র ও মনোরঞ্জন চন্দ্রের বাড়ির পূজার ঘরে ধূপ জ্বালায় পরিবারের লোকজন। কিছুক্ষণ পর ধূপের আগুন থেকে বিদ্যুতের তারে আগুন লাগে। আগুন মুহূর্তেই সারা ঘরে ছড়িয়ে পড়ে। এতে পূজার ঘরসহ পাশের গোয়ালঘরে থাকা একটি গরু ও ছয়টি ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত নির্মল চন্দ্র বলেন, কিছু বোঝার আগেই পূজার ঘর থেকে আগুন গোয়ালঘর এবং বাড়িতে ছড়িয়ে পড়ে। গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নাসিম রেজা মিলু বলেন, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর