শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

মদ্যপানে কলেজছাত্রের মৃত্যু

নাটোর প্রতিনিধি

নাটোরে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ কলেজছাত্র রুদ্র গোস্বামী (১৮) গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। রুদ্র শহরতলির দিঘাপাতিয়া এমকে কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং নাটোর সদরের লোচনগড় গ্রামের রঘুনাথ গোস্বামীর ছেলে।  পুলিশ ও প্রতিবেশীরা জানায়, মঙ্গলবার আনন্দ উল্লাস করে অতিরিক্ত মদ্যপান করায় অসুস্থ হয়ে পড়ে রুদ্র। পরে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বুধবার তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নাটোর থানার ওসি নাছিম আহমেদ বলেন, তার মৃতদেহের ময়নাতদন্ত শেষে এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ খবর