শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ফাতেমা রানীর তীর্থ উৎসব শেষ হলো

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

ফাতেমা রানীর তীর্থ উৎসব শেষ হলো

শেরপুরের নালিতাবাড়ীতে তীর্থ উৎসবে খ্রিস্টভক্তের ঢল -বাংলাদেশ প্রতিদিন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত বারমারী গারো পাহাড়ে দুই দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থ উৎসব গতকাল শেষ হয়েছে। প্রতি বছর ২৬ ও ২৭ অক্টোবর এই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের মেঘালয় রাজ্যের তুরা ধর্ম প্রদেশের ফাদার টমাস মানকিন। উপস্থিত ছিলেন সংসদ সদস্য (ময়মনসিংহ-১ হালুয়াঘাট-ধুবাউড়া) জুয়েল আরেং।

আয়োজক কমিটি জানায়, নালিতাবাড়ী সীমান্তবর্তী বারমারী সাধু লিও’র খ্রিস্টধর্মপল্লীতে ১৯৯৮ সালে পর্তুগালের ফাতেমা নগরের আদলে ও অনুকরণে এই তীর্থ স্থান সাজানো হয়। রোম্যান ক্যাথলিক খ্রিস্টভক্তদের তীর্থযাত্রা অন্যতম ধর্মীয় উৎসব। প্রতি বছর ২৬ ও ২৭ অক্টোবর খ্রিস্টভক্তরা এখানে সমবেত হয়ে বার্ষিক তীর্থ উৎসব পালন করেন।

সর্বশেষ খবর