রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সড়ক যেন মরণ ফাঁদ

সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত, প্রায়ই ঘটছে দুর্ঘটনা

জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ

সড়ক যেন মরণ ফাঁদ

বেহালদশা হবিগঞ্জের আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কের -বাংলাদেশ প্রতিদিন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কটিতে সংস্কার না হওয়ায় খানাখন্দ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কটি পরিণত হয়েছে মরণ ফাঁদে। আজমিরীগঞ্জ থেকে জেলা শহরের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করে শত শত যানবাহন। এ সড়ক দিয়ে কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলার মানুষ হবিগঞ্জ, সিলেট, ঢাকায় যাতায়াত করে। এলাকাবাসী জানায়, আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কের শিবপাশা সবুজগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার অংশ দীর্ঘদিন সংস্কার করা হয় না। সড়কটি দিয়ে প্রতিনিয়ত বাস, ট্রাক, ট্রাক্টর, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশাসহ ভারি যানবাহন চলাচল করে। কয়েক বছর ধরে সড়কটির বিভিন্ন অংশ পিচ, ইট, সুরকি উঠে বড় বড় গর্ত হয়েছে। খানাখন্দ হয়েছে পুরো সড়কে। বৃষ্টি হলে আরও ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়। সরেজমিন সড়কটি ঘুরে দেখা যায়, সড়কের অন্তত অর্ধশতাধিক স্পটে কার্পেটিং উঠে অসংখ্য ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে। বেশি ভয়াবহ অবস্থা সড়কটির কয়েকটি ব্রিজ ও কালভার্টের গোড়ায়। চালকরা বলছেন, সামান্য এদিক সেদিক হলেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়তে হয়। সিএনজি অটোরিকশা চালক রাজু মিয়া জানান, শিবপাশা-আজমিরীগঞ্জ সড়কটির অবস্থা একেবারেই বেহাল। যানবাহন চালাতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। মোহাম্মদ আলী নামে আরেক চালক জানান, সড়কটি দিয়ে গাড়ি চালাতে রাতের বেলায় বেশি ঝুঁকি থাকে। গর্তে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। কলেজ ছাত্র নবিউল ইসলাম বলেন, ‘সড়কটি বেহাল হওয়ায় আমাদের দুর্ভোগে পড়তে হয়। সময়ও বেশি লাগে। ব্যবসায়ী আলাউর রহমান জানান, এ সড়কে আনা-নেওয়া হয় লাখ লাখ টাকার পণ্য। অনেক মালামাল ভেঙে যায়।

আজমিরীগঞ্জ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী জাফর ইকবাল বলেন, সড়কটি সংস্কারে জন্য একটি প্রকল্প অনুমোদন হয়েছে। ঠিকাদার নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সড়কটি সংস্কার করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর