রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

উজিরপুরে নৌকাবাইচে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

উজিরপুরে নৌকাবাইচে মানুষের ঢল

বরিশালের উজিরপুরের হারতা এলাকায় সন্ধ্যার শাখা কঁচা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ দেখতে নদীর দুই তীরে ভিড় করেন হাজার হাজার উৎসুক মানুষ। প্রতি বছর লক্ষ্মীপূজার দিন এই নৌকাবাইচের আয়োজন করে আসছে হারতা বাজার পরিচালনা কমিটি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ। এবার ছিল ১৬৪তম নৌকাবাইচ। নৌকাবাইচ আয়োজন কমিটির সভাপতি হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল মল্লিক জানান, এবার রাজৈর, মাদারীপুর, পয়সারহাট ও হারতা এলাকার ৫টি সুসজ্জিত নৌকা ১৬৪তম বাইচে অংশগ্রহণ করে। পূর্ব দিকে হারতা বাজার তারের খাম্বা থেকে পশ্চিমে হারতা স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত কঁচা নদীতে ৩ ছোপ (বার) নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। ৩ বারের বাইচে প্রথম স্থান অধিকার করেন রাজৈরের রাজ রাজা ফলিয়া ও তার দল, দ্বিতীয় স্থান অধিকার করেন মারাদীপুরের অমল সরকার এবং তৃতীয় হন মাদারীপুরের অমল বাকচী। এ ছাড়া পায়সারহাটের বিমল সিকদার চতুর্থ ও হারতার বিজয় দাস পঞ্চম স্থান অধিকার করেন। নদীর দুই তীরে লাখ মানুষ মনোজ্ঞ এই নৌকাবাইচ উপভোগ করে বলে জানান তিনি। শেষ বিকালে কঁচা নদীর দক্ষিণ পাশে হারতা স্কুল এলাকায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. শাহেআলম। ইউপি চেয়ারম্যান অমল মল্লিকের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা এবং উজিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজীন।

 

সর্বশেষ খবর