রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

অবৈধভাবে ইলিশ শিকার চলছেই

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

অবৈধভাবে ইলিশ শিকার চলছেই

নিরাপদ প্রজননের লক্ষ্যে নদ-নদীতে ইলিশ শিকারে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ বিধিনিষেধ না মেনে ফরিদপুরের চরভদ্রাসন সংলগ্ন পদ্মায় অবৈধভাবে ইলিশ শিকার চলছেই। গতকাল পদ্মা নদীর বিভিন্ন স্থানে গেলে চোখে পড়ে মাছ ধরার দৃশ্য। উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের ভাঙ্গার মাথা থেকে টিলারচর, হরিরামপুর, চরঝাউকান্দার, দোহারের মৈনট, গোপলপুর লঞ্চঘাট, মাথাভাঙ্গা ঘুরে দেখা যায় অনেক জেলে কারেন্ট জাল, চায়না দুয়ারি দিয়ে নৌকায় করে মাছ ধরছেন। স্থানীয়রা জানান, মাঝে মধ্যে অভিযান হলেও তার পরিমাণ একবারে কম। বিশেষ করে রাত ১০টার পর কোনো অভিযান থাকে না। তখন অনেকে নির্ভিগ্নে ইলিশ শিকার করছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মুস্তফিজুর রহমান বলেন- নথি না দেখে অভিযানের বিষয়ে তথ্য দেওয়া সম্ভব নয়। তবে পর্যাপ্ত অভিজান হয়েছে বলে তিনি দাবি করেন।

সর্বশেষ খবর