রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

এক ঘণ্টার অধ্যক্ষ শিশু মারিয়াম

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

এক ঘণ্টার জন্য অধ্যক্ষ হলেন শিশু মারিয়াম। বগুড়া সরকারি আজিজুল হক কলেজে তিনি এই প্রতীকী দায়িত্ব পালন করেন। জায়মা আলম মারিয়াম ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) বগুড়ার শিশু গবেষক। কন্যাশিশু দিবস উপলক্ষে ইয়েস বাংলাদেশ ও ইয়ুথ ফর চেঞ্জ-এর আয়োজনে ‘গার্লস টেকওভার’ শীর্ষক কর্মসূচিতে গতকাল সকালে কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান আলীর কাছ থেকে জেলার সব শিশুর প্রতিনিধি হিসেবে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।

শিশু মারিয়ামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নিজের নতুন চেয়ারে বসতে দেন অধ্যক্ষ। কলেজের প্রশাসনিক কাঠামো, নানা উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে প্রতীকী অধ্যক্ষকে জানান তিনি। কলেজের শ্রেণিকক্ষ, প্রশাসনিক কক্ষ ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন শিশু মারিয়াম। দায়িত্বপালনকালে মারিয়াম শিক্ষার্থীদের জন্য গড়ে ওঠা নিরাপদ ও পরিচ্ছন্ন ক্যাম্পাসের প্রশংসা করেন। চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত সম্পাদনের মাধ্যমে এই প্রতিষ্ঠান আরও এক ধাপ এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন।

সর্বশেষ খবর