সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

হাওরাঞ্চলের সবচেয়ে বড় কাঠ বাজারে শ্রমিকের দুর্দিন

নেত্রকোনা প্রতিনিধি

হাওরাঞ্চলের সবচেয়ে বড় কাঠ বাজারে শ্রমিকের দুর্দিন

হাওরাঞ্চলের প্রসিদ্ধ লেপসিয়ার কাঠের বাজার ঐহিত্য হারাচ্ছে। শত বছরের পুরনো বাজারকে ঘিরে জীবিকানির্বাহ করা শ্রমিকরা বাধ্য হয়ে পেশা বদল করছেন, তারা পাড়ি জামাচ্ছেন শহরে। সংশ্লিষ্টরা বলছেন, ব্রিটিশ আমল থেকে চলে আসছে খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজার। একসময় সারা বছর পিয়াই নদীতে পানি থাকত। রাজশাহী, সিলেট কিশোরগঞ্জ, কুমিল্লা, দিনাজপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী কাঠ বেচাকেনার জন্য আসত এখানে। স্থানীয় ব্যবসায়ীসহ এলাকাবাসী জানান, শুধু কাঠ বেচাকেনা ঘিরেই এ এলাকার জনজীবন। ৫০০-এর মতো ব্যবসায়ীর সঙ্গে জড়িত কয়েক হাজার পরিবার। প্রতি সপ্তাহে হাটবারে এখানে কোটি টাকার বেচাকেনা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর সরকার এ বাজার থেকে কোটি টাকার রাজস্ব পেলেও এর উন্নয়নে কোনো উদ্যোগ নেই। একমাত্র নৌ-যোগাযোগ মাধ্যমটিও বন্ধ হয়ে পড়ছে শুধু নাব্য সংকটে। বছরে মাস তিনেক চলে এখানকার ব্যবসা। জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, বাজারটিতে কর্মসংস্থান ধরে রাখার জন্য সমন্বয়ের মাধ্যমে উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ খবর