সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

কৃষকরা পেলেন বীজ-সার

মাগুরা প্রতিনিধি

সদর উপজেলার ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম গতকাল উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর। ইউএনও মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু।

বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সুফি মো. রফিকুজ্জামান, মাগুরা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, জেলা কৃষকলীগ সভাপতি মইনুল ইসলাম পলাশ। অনুষ্ঠানে জানানো হয়, সদর উপজেলার ১৪ হাজার ৮৪০ জন কৃষকের মধ্যে পর্যায়ক্রমে সার ও বীজ এবং ৩ হাজার ১০০ জনের মধ্যে হাইব্রিড জাতের ধান-বীজ বিতরণ করা হচ্ছে। এ ছাড়া উপকারভোগী প্রত্যেক কৃষককে ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর