সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ঐতিহ্যবাহী লাঠিখেলা

জয়পুরহাট প্রতিনিধি

ঐতিহ্যবাহী লাঠিখেলা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পশ্চিম দেওগ্রামে দুই দিনব্যাপী লাঠিখেলা গতকাল শেষ হয়েছে। লাঠিখেলা উপলক্ষে গ্রামীণ মেলারও আয়োজন করা হয়। মেলাটি প্রায় ২০০ বছরের পুরনো বলে জানান আয়োজকরা। প্রতি বছর দেওগ্রামে দুর্গাপূজার পর এই গ্রামীণ মেলার আয়োজন করা হয়। মেলার প্রধান আকর্ষণ ছিল লাঠিখেলা। এ সময় ঢাক-ঢোলের বাজনা, গানের সুর ছড়িয়ে পড়ে মেলা প্রাঙ্গণে। ঢোল আর কাঁসার ঘণ্টার তালে তালে চলে লাঠির কসরত। লাঠিখেলা দেখতে দূর গ্রাম থেকেও অনেকে মেলায় আসেন। লাঠিখেলা মূল আকর্ষণ হলেও মেলায় বসে রকমারি মিষ্টির দোকান। মেলায় বাঁশ কাঠ ও লোহার তৈরি সংসারের বিভিন্ন সামগ্রী নজর কাড়ে মানুষের। শিশুদের খেলাধুলার জিনিস এবং কসমেটিক্সের  দোকানও বসে মেলায়। মেলা ঘিরে মেয়ে-জামাইর পাশাপাশি স্বজনদের আপ্যায়নের রীতি চলে আসছে এই এলাকায়। মেলাকে ঘিরে আশপাশের জেলা থেকে অনেক মানুষের সমাগম ঘটে। আয়োজক কমিটির সদস্য আজাহার আলী ম ল বলেন, মেলার বয়স প্রায় ২০০ বছর। সমাজ  থেকে মাদক ও অপরাধ দূর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই আমাদের এই আয়োজন।

সর্বশেষ খবর