সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বিশেষ কৌশলে আগ্নেয়াস্ত্র বহন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশেষ কৌশলে আগ্নেয়াস্ত্র বহনকালে শিহাব আলী (২০) নামে এক যুবকককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার রাতে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সোনাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শিহাব একই এলাকার মনিরুল ইসলামের ছেলে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুরে একটি ভ্যানগাড়ির গতিরোধ করেন বিজিবি সদস্যরা। এ সময় শিহাব দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে শিহাবকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ থেকে একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন জব্দ করা হয়। শিহাব একটি বই কেটে বিশেষ কায়দায় লুকিয়ে অস্ত্রটি পাচার করছিলেন। ব্যাটালিয়ন অধিনায়ক আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্র আসছে। ফলে সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানোর কারণে গত সাত মাসে শুধু ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ১১টি পিস্তল, ১৫টি ম্যাগাজিন ও ৪৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ সময় আটজনকে আটক করা হয়।

 

সর্বশেষ খবর