শিরোনাম
সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

দোকান দখলের অভিযোগ

সৈয়দপুর প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে ভাড়াটিয়ার বিরুদ্ধে দোকানের মালিকানা দাবির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সৈয়দপুর শহরের বাইপাস সড়কে কাঁচামাল ব্যবসায়ী সমিতি মার্কেটে। দোকান মালিক আজিম বলেন, ‘মার্কেটের সি ব্লকের ৩ নম্বর দোকান ঘরটি ২০১৬ সালের ২২ আগস্ট এবরার হোসেন কাল্লু নামের এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করি। পরে ওই ব্যক্তিই মাসিক ৪ হাজার টাকা ভাড়ায় ও ১০ হাজার টাকা জামানত দিয়ে দোকানটি ভাড়া নেন। ২০২২ সালে ৩০ এপ্রিল  ভাড়ার চুক্তি শেষ হয়। পরে ভাড়াটিয়া কাল্লুকে দোকান ছেড়ে দেওয়ার জন্য বললে তিনি টালবাহানা করতে থাকেন। এ নিয়ে সালিশ বৈঠকও হয়। তবু তিনি দোকানঘর ছাড়ছেন না।’ অভিযুক্ত কাল্লু জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনে যা হবে তাই মেনে নেব। পৌর কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তোফায়েল মোহাম্মদ আজম বলেন, দোকান মালিক আজিমকে সমিতি থেকে মালিকানার প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে।

 

সর্বশেষ খবর