মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রতিদিন ডেস্ক

ঈশ্বরদীতে নিজ নিজ বাড়ির শয়নকক্ষ থেকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল উপজেলার দাশুড়িয়া ও পাকশী ইউনিয়নে লাশ দুটি উদ্ধার করা হয়। শিক্ষার্থীরা হলো দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুরের আমিরুল ইসলামের  ছেলে শহীদ মাল (১৫) ও পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের ইয়াছিন আলীর মেয়ে সুমনা সুলতানা (১৬)। সুমনা ঈশ্বরদী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এবং শহীদ দরগাবাজার উচ্চ বিদ্যালয়ের নবম  শ্রেণির ছাত্র। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সর্বশেষ খবর