মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

দুই স্বামীর মৃত্যুদন্ড

সিরাজগঞ্জ ও নাটোর প্রতিনিধি

সিরাজগঞ্জে খুশিয়া বেগম নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী শামীম শেখকে (৩৬) মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল বাশার মিয়া এই রায় দেন। এদিকে নাটোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী শরিফুল ইসলামকে (২৬) মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুর রহিম এ রায় দেন। দন্ডপ্রাপ্ত শরিফুল বড়াইগ্রাম উপজেলার কেচুয়াকোড়া গ্রামের সামছুল হকের ছেলে। আদালত সূত্র জানায়, স্ত্রী হাসনা হেনাকে ২০১৭ সালের ১ সেপ্টেম্বর রাতে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে শরিফুল। এ ঘটনায় হেনার মা মর্জিনা সদর থানায় মামলা করেন। এদিকে মামলা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০০৯ সালের ১১ জুলাই রাতে খুশিয়াকে শ্বাস রোধে হত্যা করে শামীম। পরে এ ঘটনায় খুশিয়ার পরিবার মামলা করে।

সর্বশেষ খবর