বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

শহররক্ষা বাঁধে ধস

চাঁদপুর প্রতিনিধি

শহররক্ষা বাঁধে ধস

চাঁদপুর শহররক্ষা বাঁধের যমুনা রোড এলাকায় মেঘনা নদীর তীব্র স্রোতে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে বসতভিটা হারানোর আশঙ্কায় রয়েছে শতাধিক পরিবার। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গতকাল সকাল থেকে জিও ব্যাগভর্তি বালুর বস্তা ফেলা শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাউবোর অতিরিক্ত মহা-পরিচালক মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মনিরুজ্জামান বলেন, শহররক্ষা বাঁধের ৫৬ মিটার এলাকায় হঠাৎ ব্লকে ধস দেখা দেয়। বিষয়টি নজরে এলে চাঁদপুর পাউবো কার্যকরী ব্যবস্থা নেয়। জিও ব্যাগভর্তি বালুর বস্তা দুটি বাল্কহেডে ভরে ডাম্পিং করা হচ্ছে। ভাঙন এলাকা আপাতত ঝুঁকিমুক্ত রয়েছে। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, সোমবার রাতে শহররক্ষা বাঁধের যমুনা রোড এলাকার বেশকিছু ব্লক ধসে পড়েছে। স্থানীয় লোকজন আমাদের জানালে রাতেই ভাঙন রোধের প্রস্তুতি নেওয়া হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর