বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাসমালিক গ্রুপ ও মিনিবাস মালিক সমিতি মুখোমুখি

পদ্মা সেতুতে চলাচল নিয়ে বিরোধ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বাসমালিক গ্রুপ ও মিনিবাস মালিক সমিতি মুখোমুখি অবস্থানে রয়েছে। কোন্দলে জড়িয়ে পড়েছে শ্রমিক ইউনিয়নও। আলটিমেটাম ও পাল্টা আলটিমেটামে বর্তমানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে বাসমালিক সমিতি। বাসমালিক ও মিনিবাস মালিক সমিতির নেতারা জানান, পদ্মা সেতু দিয়ে ফরিদপুর থেকে আন্তজেলা কয়েকটি মিনিবাস ঢাকায় চলাচল নিয়ে মূলত বিরোধের শুরু। নিয়ম না মেনে সাম্প্রতি ঢাকায় মিনিবাস সার্ভিস চালু করা হয়। ফলে ফরিদপুর থেকে ঢাকায় যাতায়াতকারী বড় বাসের যাত্রী কমতে শুরু করে। এ নিয়ে বড় বাসমালিক গ্রুপের সঙ্গে মিনিবাস মালিক সমিতির দ্বন্দ্ব দেখা দেয়। ফরিদপুর জেলা বাসমালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিচুর রহমান জানান, মিনিবাস চলাচল করবে শুধু জেলার মধ্যে। তাদের ঢাকা যাওয়ার রুট পারমিট নেই। নিয়মের তোয়াক্কা না করে মিনিবাস মালিক সমিতি ঢাকায় সার্ভিস চালু করেছে। এ নিয়ে কয়েকবার সভা হলেও ফল হয়নি। ১২ অক্টোবর পুলিশ সুপার বরাবর এ বিষয়ে অভিযোগ দেওয়া হয়। বাসমালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের একাধিক নেতা জানান, দ্রুত বিষয়টি সমাধান না হলে তারা বড় ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবেন। মিনিবাস মালিক সমিতি সভাপতি বজলুর রশিদ জানান, তারা ঢাকা রুটে ১০টি গাড়ি চলাচলের ব্যবস্থা করেছেন যাত্রীদের সুবিধার কথা ভেবে। তিনি বলেন, ঢাকা রুটে মিনিবাস চলাচলে কোনো আইনি বাধা নেই।

সর্বশেষ খবর