বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা শুভসংঘের তালবীজ বপন

দিনাজপুর প্রতিনিধি

বসুন্ধরা শুভসংঘের তালবীজ বপন

‘বেশি করে তালবীজ বপন করি, বজ্রপাতে প্রাণহানি কমাই এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করি’ এ স্লোগানে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে তালবীজ বপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল বোচাগঞ্জের ছাতইল ইউপির নাওয়াভিঠায় প্রায় ২ কিলিমিটার সড়কে দুই পাশে ১ হাজার তালবীজ বপন করা হয়। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ডালিম সরকার এ কর্মসূচি উদ্বোধন করেন। আফছার আলী, হুমায়ুন কবীর, হাবিবুর রহমান, মো. রাসেল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। শুভসংঘ বন্ধুরা বলেন, আসুন প্রত্যেকেই বাড়ির আশপাশে খোলা জায়গায় কিংবা রাস্তার দুই ধারে একটি করে তালবীজ বপন করি। সম্মিলিত এ উদ্যোগ বাঁচাতে পারে অনেক প্রাণ। প্রধান অতিথি বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ডালিম সরকার বলেন, তালগাছ বজ্রপাত থেকে আমাদের রক্ষা করার অন্যতম সহায়ক ভূমিকা পালন করবে।

সর্বশেষ খবর