বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

দুধ নিয়ে বিপাকে খামারিরা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

দুধ নিয়ে বিপাকে খামারিরা

বগুড়ার শেরপুরের ঐতিহ্যবাহী দুধের বাজার -বাংলাদেশ প্রতিদিন

বিএনপি-জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধের প্রভাব পড়েছে বগুড়ার শেরপুর উপজেলায় ২০০ বছরের প্রাচীন দুধের বাজারে। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় দইসহ রকমারি মিষ্টান্ন সামগ্রীর কারখানাগুলোয় উৎপাদন একেবারেই কমে গেছে। এতে স্থানীয় বাজারে দুধের দাম অনেক কমে গেছে। ৬৫ টাকা কেজির দুধ বিক্রি হচ্ছে এখন ২৫ টাকায়। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। গতকাল অবরোধের দ্বিতীয় দিনে শহরের রেজিস্ট্রি অফিস ও পৌর শিশু পার্কে গড়ে ওঠা ঐতিহ্যবাহী দুধের বাজার ঘুরে এমন তথ্য পাওয়া যায়। জানা যায়, এ উপজেলার ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী এ দুধের বাজারে গড়ে প্রতিদিন ৪০০ মণের অধিক দুধ বিক্রি হয়ে থাকে। শেরপুর, ধুনট, নন্দীগ্রাম এমনকি সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার উল্লাপাড়া থেকেও খামারি ও ছোট-বড় ব্যবসায়ীরা নিয়মিত এখানে দুধ বিক্রি করতে আসেন। স্থানীয়রা জানান, এ উপজেলায় ছোট-বড় ৩ শতাধিক দই মিষ্টির কারখানা রয়েছে। শেরপুরে অন্তত ২৫-৩০টি কারখানায় প্রতিদিন প্রচুর পরিমাণে দই তৈরি করা হয়। রয়েছে বড় ধরনের কয়েকটি হোটেলও। এ উপজেলায় প্রতিদিন বিপুল পরিমাণে দুধের চাহিদা রয়েছে। বাজারের চেয়ে এখানে দামও ভালো পান তারা। কিন্তু টানা অবরোধের কারণে দুই দিন ধরে দুধের চাহিদা অনেক কমে গেছে। দুধ বিক্রেতা আবদুল মান্নান জানান, দই ও মিষ্টি ব্যবসায়ীরা উৎপাদন অনেক কমিয়ে দিয়েছেন। সোমবার প্রতি কেজি দুধ ৬০-৬৫ টাকা দরে বিক্রি করেছেন তারা। গতকাল এ দর নেমে আসে কেজিপ্রতি ২৫-৩০ টাকায়।

সর্বশেষ খবর