শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সড়কে দুজন নিহত

প্রতিদিন ডেস্ক

জয়পুরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন সেতুর গর্তে পড়ে এমদাদুল হক (৪৮) নামে এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। পাঁচবিবির আওলাই ইউনিয়নের দরগাবাজার-কামদিয়া সড়কের দরগাবাজার এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত এমদাদুল পাঁচবিবির উচাই গ্রামের জাহের আলীর ছেলে। এদিকে ময়মনসিংহের হালুয়াঘাটে ট্রাক্টর চাপায় মৃত্যু হয়েছে আলিফ (৪) নামে এক শিশুর। উপজেলার কৈচাপুর ইউনিয়নের বড়দাসপাড়া এলাকায় গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ ওই এলাকার আবু বাক্কারের ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর