শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

হিলি দিয়ে আলু আমদানি শুরু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। গতকাল আলুবোঝাই চারটি ট্রাক বাংলাদেশে প্রবেশে করে। মেসার্স নিশাত ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান এসব আলু আমদানি করেছে। চার গাড়িতে ১১০ টন আলু আমদানি করা হয়েছে। প্রতি টন আলু আমদানিতে খরচ হয়েছে ১৩০-১৪০ মার্কিন ডলার। এ ছাড়া আমদানি করা আলুতে শুল্ক দিতে হবে কেজিতে ৩৩ শতাংশ। এর আগে বন্দরের ২২ আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে আলু আমদানির অনুমতি পায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর