শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আলুর বাজার নিয়ন্ত্রণে মতবিনিময়

প্রতিদিন ডেস্ক

বগুড়া, জয়পুরহাটে আলুর দাম নিয়ন্ত্রণে গতকাল হিমাগার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। প্রতিটি কোল্ড স্টোরেজে আলু সরকার নির্ধারিত মূল্য ২৭ থেকে ২৮ টাকা কেজি দরে বিক্রির নির্দেশনা দেওয়া হয়। বগুড়া : মতবিনিময় সভায় জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, এখন থেকে বগুড়ায় বাজার এবং হিমাগার পর্যায়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কেউ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জয়পুরহাট : জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, জেলার পাঁচটি উপজেলায় প্রতিদিন খোলাবাজারে তিন টন করে ১৫ টন আলু বিক্রি করা হবে। ট্রাকে খোলাবাজারে পাঁচটি পয়েন্টে সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে এই আলু পাওয়া যাবে।

সর্বশেষ খবর