শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

রেল জংশনে বোমা সদৃশ বস্তু, আতঙ্ক

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী রেল জংশনে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে র‌্যাব। গতকাল সকালে র‌্যাব-৫-এর বোমা নিষ্ক্রিয়কারী দল বস্তুটি উদ্ধার করে। পুলিশ জানায়, ঈশ্বরদী জংশন স্টেশনের ১ নম্বর প্ল্যাটফরম ইয়ার্ডে রেললাইনে দাঁড় করিয়ে রাখা নতুন একটি কোচের (বগি) নিচে লাল স্কচটেপ প্যাঁচানো বস্তু দেখতে পান নিরাপত্তা বাহিনীর দুজন সদস্য। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। র‌্যাব-পুলিশ এলাকা ঘিরে রাখে। পরে রাজশাহী র‌্যাবের বোমা নিষ্কিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন। উদ্ধার করা ককটেলসদৃশ বোমাটি দুপুর ১২টায় বিস্ফোরণ ঘটানো হয়।

ঈশ্বরদীর ইউএনও সুবীর কুমার দাস বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টির জন্যই রেল জংশনে দুষ্কৃতকারীরা বোমাসদৃশ বস্তুটি রেখে গেছে। রেলপথের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ খবর