শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না আলু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার বাজারে আলুর দাম সামান্য কমলেও এখনো সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না। জেলার প্রতিটি বাজারে কার্ডিনাল আলু কেজিতে ১০ টাকা কমে ৫০ এবং লালপাকরি ৭০ টাকা থেকে কমে ৬৪ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, এখনো আলুর দাম চড়া। আলুসহ অন্য সবজির দাম আরও কমানোর দাবি জানিয়েছেন তারা। জানা যায়, আলুর বাজার নিয়ন্ত্রণে কোল্ডস্টোরেজ পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে (২৬-২৭ টাকা) আলু বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। নির্দেশ পাওয়ার পর বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম আলু ব্যবসায়ী, কোল্ডস্টোরেজ মালিকদের সঙ্গে বৈঠক করে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রির জন্য বলেন। বৈঠকের পর বাজারে দাম কমতে শুরু করলেও এখনো সরকার নির্ধারিত দামে কোথাও বিক্রি করতে দেখা যায়নি। জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, যেসব ব্যবসায়ী সরকার নির্ধারিত দামে আলু বিক্রি করবেন না তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ খবর