রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ছাত্রলীগ নেতাসহ ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাময়িক অব্যাহতি পাওয়া সভাপতি আরাফাত ইসলাম খান সাগরসহ ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলা হয়েছে। জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং করপোরেশনের প্রজেক্ট ম্যানেজার এনামুল হক। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দুমকী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বিচারক ইউসুফ হোসেন। অন্য আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী গোলাম রব্বানী সুহৃদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী রায় তন্ময় তুফান, আইন ও ভূমি অনুষদের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ইমরান হোসেন, একই অনুষদের সাব্বির হোসেন ও স্থানীয় বশির খাঁন। সাময়িক অব্যাহতি পাওয়া পবিপ্রবি শাখা ছাত্রলীগ সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন, তদন্তের মাধ্যমে সঠিক ঘটনা বেরিয়ে আসবে বলেই প্রত্যাশা করি। দুমকী থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর অভিযুক্ত পবিপ্রবি শাখা ছাত্রলীগ সভাপতি আরাফাত ইসলাম খান সাগরকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত অভিযোগে সাময়িক অব্যাহতি দেয় কেন্দ্র।

সর্বশেষ খবর