রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

পরিবারের দাবি ব্রিটিশ নাগরিক রাজনীতিতে জড়িত নন

পুলিশের মামলায় কারাগারে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপি নেতাদের বিরুদ্ধে করা মামলায় ইলিয়াস মুকিত (৪২) নামে এক ব্রিটিশ নাগরিককে আসামি করা হয়েছে। তাকে গ্রেফতারের পর পাঠানো হয়েছে কারাগারে। পরিবার জানায়, লন্ডনের ম্যানচেস্টার শহরের বাসিন্দা মুকিত। তিনি জন্মসূত্রে ব্রিটেনের নাগরিক। তার বাবা বাংলাদেশের কুমিল্লা আদর্শ সদর উপজেলার বাসিন্দা। বাংলাদেশের রাজনীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। জানা যায়, ২৯ অক্টোবর হরতালে কুমিল্লার চকবাজারে বিএনপি নেতাদের মিছিলে ধাওয়া দেয় পুলিশ। এ সময় সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় পুলিশ ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে মামলা করে। বিএনপি নেতাদের সঙ্গে ওই ব্রিটিশ নাগরিককেও আসামি করা হয়। কোতোয়ালি থানার ওসি জানান, এ বিষয়ে খোঁজখবর নেব।

সর্বশেষ খবর