রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

পাকা রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ পৌরসভার সাহেদনগর গ্রামে আরসিসি সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এ সময় বাধা দিলে দুই ভাইকে মারপিট করা হয়েছে। এ ঘটনায় সিরাজগঞ্জ আদালতে মামলা করা হয়েছে। এতে অভিযুক্তরা হলেন- সাহেদনগর গ্রামের রাকিবুল হাসান রমজান, রোকনুজ্জামান রোকন, মাসুদ রানা ও শ্যামলী ওরফে অটো। ভুক্তভোগীরা জানান, ১৯ অক্টোবর রাত ২টার দিকে রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে ২৫/৩০ জন রাস্তার মাঝখানে ইটের দেয়াল নির্মাণ করার চেষ্টা করেন। এ সময় বাধা দিলে গোলবার ও তার ভাই শাহজামালকে মারপিট করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে মামলায় অভিযুক্ত মাসুদ রানা মাসুদ জানান, রাস্তাটি রোকনুজ্জামানের ব্যক্তিগত জায়গা। রাস্তাটি পৌরসভা বা সিডিসি প্রকল্প থেকে পাকা করা হয়নি। রাস্তাটি গোলবার হোসেন ও শাহজামালরা জোরপূর্বক পাকা করেছিল। রোকনুজ্জামান দেয়াল তুলতে গেলে মারপিটের ঘটনা ঘটে।

সর্বশেষ খবর